বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

করোনায় ভারতে কোয়ারেন্টিনে ৪০০ জন ও আক্রান্ত বেড়ে ৪৩

  প্রকাশ : ২০২০-০৩-০৯ ১৬:৩০:১৯  

পরিস্হিতি২৪ডটকম : ভারতের আসাম রাজ্যে ৪০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ তথ্য জানান। সেইসঙ্গে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।

হিমন্ত বিশ্ব শর্মা জানান, ভুটানে বেড়াতে গিয়ে করোনাভাইরাস শনাক্ত হন এক মার্কিন পর্যটক। এর জেরে আসামে ৪০০ মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই মার্কিন নাগরিক ভুটানে যাওয়ার আগে বেশ কিছুদিন আসামে ছিলেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বেশ কিছু টুইটে জানান, এখন পর্যন্ত রাজ্যের মোট পাঁচ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে কারও শরীরেই এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

টুইটে তিনি আরও জানান, রাজ্যের স্বাস্থ্য দফতর মোট ৪০০ জনকে চিহ্নিত করেছে যারা এই পর্যটকের সংস্পর্শে এসেছেন, কখনও রিসর্টে আবার কখনও এমভি মহাবাহু ক্রুজে (প্রমোদ তরী)। চিকিত্‍সক এবং মাইক্রোবায়োলজিস্টদের কয়েকটি দল এদের সবার উপর নজর রেখেছে।জানা যায়, করোনায় আক্রান্ত ৭৬ বছর বয়সী ওই মার্কিন নাগরিক আসাম থেকে ভুটানে যান।



ফেইসবুকে আমরা