বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

করোনাভাইরাসে বুধবার আরো ৭৩ জনের প্রাণহানি

  প্রকাশ : ২০২০-০২-০৬ ১৮:৩৯:১৫  

পরিস্হিতি২৪ডটকম : করোনাভাইরাসে বুধবার আরো ৭৩ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণঘাতি এই ভাইরাসে চীনের মূলভূখণ্ডেই মৃতের সংখ্যা বেড়ে ৫৬৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে রয়টার্স জানায়, বুধবার নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬৯৪ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৮,০১৮ জন।

এদিকে বিশ্বের অন্যান্য দেশগুলো উহান থেকে দ্রুত তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। অধিকাংশ মৃত্যু ও নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে হুবেই প্রদেশের এই শহরে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।



ফেইসবুকে আমরা