বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কবি মাহমুদুল হাসান নিজামীর জন্মবার্ষিকী পালিত

  প্রকাশ : ২০২০-০২-০২ ২০:০৯:৫৮  

পরিস্হিতি২৪ডটকম : জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক, ১২০ টি মূল্যবান গ্রন্থপ্রণেতা ও অনুবাদক কবি মাহমুদুল হাসান নিজামীর ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান আগ্রাবাদস্থ জাস্ট কেজি স্কুল মিলনায়তনে গতকাল (১ ফেব্রুয়ারি ২০২০) বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ফারুক জাহাঙ্গীর। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইকবাল আহমেদ রিসালপুরী মাইজভাণ্ডারী, আলহাজ্ব হাকিম মোহম্মদ উল্লাহ, ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, প্রবীন কণ্ঠশিল্পী অশোক বড়ুয়া, কবি ফরিদ মিল্লাত, কবি এম.এ হাশেম আকাশ, শিল্পী স্বর্ণা বড়ুয়া, শিল্পী অরূপ বড়ুয়া, কবি মানজুর ছাফা, কবি দেলওয়ার হোসেন মানিক, কবি পুত্র আবরার হাসান সাজন, কবি কন্যা আবিদা হাসান ওহী প্রমূখ। জন্মদিনের অনুষ্ঠানে কবি মাহমুদুল হাসান নিজামীর জীবন কর্মের উপর আলোচনা করা হয়। ১২০ টির অধিক মূল্যবান গ্রন্থের উপর আলোচনা করে বক্তারা বলেছেন, কবি মাহমুদুল হাসান নিজামী সাহিত্য-সংস্কৃতি, প্রবন্ধ, অনুবাদ, গবেষণা, জীবন কর্ম সহ সাহিত্যের প্রতিটি শাখায় কাজ করে চলেছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা