বাংলাদেশ, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

কবিয়াল রমেশ শীলের ৫২তম মৃত্যু বার্ষিকী পালন

  প্রকাশ : ২০১৯-০৪-০৮ ১৬:৩২:০৩  

পরিস্হিতি২৪ডটকম : একুশে পদক প্রাপ্ত, মাইজভাণ্ডারী গানের অমর কথাশিল্পি কবিয়াল রমেশ শীলের ৫২তম মৃত্যু বার্ষিকী বোয়ালখালীর পূর্ব গোমদন্ডির রমেশ ভান্ডার প্রাঙ্গনে যথাযথ মর্যদায় সম্পন্ন হয়েছে। ৬ এপ্রিল সমাধি প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলের প্রতিষ্ঠাতা ও প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড’র সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল মোস্তফা। রমেশ ভাণ্ডার পরিচালনা কমিটির সমন্বয়ক আল সিরাজ ভাণ্ডারী ও সদস্য সচিব মো. তাজুল ইসলাম রাজু, রমেশ শিল্পী গোষ্ঠীর পিকলু শীলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্ত্য রাখেন মৃণাল শীল। এতে বিশেষ অতিথি ছিলেন নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি, সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক সমকালের সহ সম্পাদক মো. নাসির হায়দার, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ জাফর সাদেক শাহ, আহল্লা দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি মাঈনুল ইসলাম জুনায়েদ, সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা আবু মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী, ভার্স্কর ডিকে দাশ মামুন ও বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ বোয়ালখালী উপজেলার সভাপতি সজল চৌধুরী সাংস্কৃিতিক ব্যক্তিত্ব করির চৌধুরী, গবেষক ডা. বরুন কুমার আচার্য বলাই, সাংবাদিক বাজু দে ও সমির কান্তি দাশ। আরো উপস্থিত ছিলেন রমেশ পুত্র পুলিন বিহারী শীল, রমেশ পরিবারের চিত্ত রঞ্জন শীল, নেপাল শীল, সুলাল শীল, কল্পতরু শীল, সঞ্জয় শীল, মাইকেল শীল, রনধীর শীল প্রমুখ। এছাড়া দিন ব্যাপী রমেশ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় রমেশ সংগীতানুষ্ঠান, সন্ধ্যায় মরমী শিল্পী সৈয়দ জাবের সরোয়ার এর একক পরিবাবেশনায় রমেশ রচিত আধ্যাত্মিক গান পরিবেশন ও গ্রাম বাংলার লোকগাঁথা কাহিনী নিয়ে কবি সঞ্জয় গান্ধি ও কবি নিরঞ্জন এর দল সারারাত ব্যাপী কবি গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।



ফেইসবুকে আমরা