বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কথা সাহিত্যিক ড. শিরীণ আখতার রোকেয়া পদকে মনোনিত হওয়ায় অভিন্দন জ্ঞাপন

  প্রকাশ : ২০২০-১২-০৯ ১৮:৫৭:৩৮  

পরিস্হিতি২৪ডটকম : চবি উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ, কথা সাহিত্যিক অধ্যাপক ড. শিরীণ আখতার জাতীয় ভাবে বেগম রোকেয়া পদকে মনোনিত হওয়ায় সাংস্কৃতিক সংগঠন সন্দীপনা কেন্দ্রীয় সংসদ ও লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশ, সাংস্কৃতিক সমন্বয় পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে পুষ্পিত অভিন্দন জ্ঞাপন করা হয়েছে। সাহিত্যে নিবেদিত প্রাণ এই শিক্ষাবিদ ইতোপূর্বে জাতীয়, আন্তর্জাতিকভাবে একাধিকবার সাহিত্য কর্মে অবদানের জন্য পুরষ্কৃত হয়েছেন। কৃতবিদ্ অধ্যাপক ড. শিরীণ আখতার রোকেয়া পদকে মনোনীত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেছেন- জাপানের অনারারী কনস্যুলার বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, একুশে পদকে ভূষিত চবি অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সমাজ বিজ্ঞানী ড. মনজুর উল আমিন চৌধুরী, আচার্য্য দীনেশ চন্দ্রসেন রিসার্চ সোসাইটি ভারতের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকন্যা সেন, রাজনীতিবিদ আলী নেওয়াজ খান, ভারতের জাতীয় অধ্যাপক মিনতি দত্ত মিশ্র, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বিজ্ঞানী ড. অরুপ মিত্র, বিশিষ্ট ব্যাংকার নুরুল আরশাদ চৌধুরী, ভাস্কর ডি.কে দাশ (মামুন), অধ্যক্ষ শেখ এ. রাজ্জাক রাজু, সাংবাদিপত্র কম্পিউটার এসোসিয়াশন চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মুকুল শিকদার, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সংগঠক দেবব্রত দে দেবু, চবি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, চউক শ্রমিক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, নাট্যজন শেখ শওকত ইকবাল, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, সাংবাদিক হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণব, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, বর্ষীয়ান লোককবি আবদুল লতিফ, কবিয়াল অশ্বিনী কুমার দাশ, সাংবাদিক প্রধান শিক্ষক তরনী কুমার সেন, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, গীতিকার এমরান ফারুকী, আইটি এক্সপার্ট মো: রাকিব, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, শিক্ষিকা তাহেরা খাতুন, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, শিল্পি মুসলিম আলী জনি, প্রণব রাজ বড়ুয়া, নাট্যকর্মী মো: জাবের হোসন, বাচিক শিল্পি মেজবাহ উদ্দিন চৌধুরী, ফটো সাংবাদিক দেব প্রসাদ দেবু, নাট্যকর্মী এমরান হোসেন মিঠু, কবিয়াল সন্তোষ কুমার দে, সংগঠক নিবেদিতা আচার্য, ডা: শিউলী চৌধুরী, নাট্যকর্মী আজগর আলী, সংগঠক নজরুল ইসলাম মোস্তাফিজ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা