বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চসিক ও প্রান্তিক এলাকার ৭১জন শিক্ষার্থীকে বৃত্তি দিল শাহানশাহ্ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট

  প্রকাশ : ২০২০-০২-২৫ ১৭:২০:১৪  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল থেকে বাছাইকৃত ৫১জন ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের প্রান্তিক এলাকা থেকে ২০জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ ও সনদ প্রদান করেছে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী বৃত্তি তহবিল’।

২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টায় নগরীর চান্দগাঁওস্থ ‘এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তন’এ অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সভাপতি ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি লায়ন এম. নাসির উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এস জেড এইচ এম ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর। বিশেষ অতিথি ছিলেন চসিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক সৈয়দ আবু আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন, বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ নির্বাহী সদস্য চ.বি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. মোহাম্মদ জাফর উল্লাহ্, বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ নির্বাহী সদস্য চুয়েট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোফরান ও বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ নির্বাহী সদস্য ও ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা প্রশাসন মোহাম্মদ নূরুল মোস্তফা। এতে উপস্থিত ছিলেন, বৃত্তি তহবিল সহযোগী সদস্য ওমর ফারুক, শওকত হোসেন রুবেলসহ বিভিন্ন স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

বাংলাদেশে প্রবর্তিত ত্বরিকা, ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৪তম উরস্ শরিফ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট (SZHM Trust)-এর ১০ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বৃত্তি তহবিল আয়োজিত ২০১৯ পর্বের মেধাবৃত্তির ২য় পর্বে বিভিন্ন স্কুলের ৭১ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৪২ হাজার টাকার বৃত্তির নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, আগামী ১৪ মার্চ ২০২০ কুমিল্লা জোনের মেধাবৃত্তির অর্থ ও সনদ কুমিল্লা সদরে প্রদান করা হবে। শেষে মিলাদ কিয়াম ও মুনাজাত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা