বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের শপথগ্রহণ

  প্রকাশ : ২০১৯-০২-২০ ১৪:০৩:৫০  

পরিস্হিতি২৪ডটকম : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ নতুন সদস্য শপথ বাক্য পাঠ করেছেন। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে, গত রবিবার সংরক্ষিত নারী আসনে ৪৯ নির্বাচিত সদেস্যর নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গেজেট অনুসারে, এই ৪৯ জনের মধ্যে সরকারি দল আওয়ামী লীগের রয়েছেন ৪৩ জন, বিরোধী দল জাতীয় পার্টির চার জন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র সদস্য রয়েছেন একজন।



ফেইসবুকে আমরা