বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চন্দনাইশে মতবিনিময় ও প্রস্তুতি সভা

  প্রকাশ : ২০২০-১০-১৬ ১০:৩৮:১৮  

পরিস্হিতি২৪ডটকম/(মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী): চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা, মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

আজ ১৪ অক্টোবর বিকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইমতিয়াজ হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আলোচনায় অংশ নেন চন্দনাইশ উপজেলা ভাইস- চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিবেদিতা চাকমা, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক উৎপল রক্ষিত, চেয়ারম্যান যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আলমগীরুল ইসলাম চৌধুরী, আহমদুর রহমান ভেট্টা, আমিনুল ইসলাম চৌধুরী রোকন, নুরুল ইসলাম, মোরশেদুল আলম চৌধুরী,পূজা উদযাপন পরিষদ কমিটির সদস্য যথাক্রমে, বিষ্ণুযশা চক্রবর্ত্তী, অমিতাভ চৌধুরী টিটো , বলরাম চক্রবর্ত্তী, সমীরণ দাশ তপন, ডা.কাজল কান্তি বৈদ্য, অলক কুমার দে, প্রকৌশলী ভব শংকর ধর, বিকাশ চন্দ্র দে, কৃষ্ণ চক্রবর্ত্তী প্রমুখ।

সভায় আসন্ন দূর্গা পূজাকে সুচারু রূপে পরিচালনার জন্য সরকারি নিয়ম মেনে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার উপর গুরত্বারোপ করা হয়। চন্দনাইশে ৯১টি সার্বজনীন মন্দিরসহ ১২৩টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে।



ফেইসবুকে আমরা