বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আমদানি-রপ্তানি শুরু হয়েছে ভোমরা স্থলবন্দরে

  প্রকাশ : ২০১৯-০১-০১ ১৯:১৫:৩২  

পরিস্হিতি২৪ডটকম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ব্যাংক হলি ডে উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।
এদিকে, পণ্য বাহী ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখেন।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নাসিম জানান, জাতীয় নির্বাচন ও ব্যাংক হলি ডের কারণে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টানা চার দিন ভোমরা স্থলবন্দরে সবধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তিনি আরো জানান, আজ মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি চলছে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
ভোমরা স্থল-বন্দর শুল্ক ষ্টেশনের সহকারী পরিচালক সাগর সেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত চারদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।



ফেইসবুকে আমরা