বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আনোয়ারায় হাইলধর গাভী পালন সমিতির ভেকসিন কর্মসূচী

  প্রকাশ : ২০১৯-১২-২২ ১৭:৪৮:০৮  

পরিস্হিতি২৪ডটকম/(এনামুল হক নাবিদ),আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাইলধর গাভী পালন সি আই জি সমিতির উদ্যোগে সোমবার(২২ ডিসেম্বর) দুপুর একটায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে ভেকসিন কর্মসূচী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প । এতে ছোট বড় প্রায় ৫০০টি গুরুর মাঝে চিকিৎসা সেবা ও টিকা প্রদান করা হয়। কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও এনএটিপি হাইলধর ইউনিয়ন। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন,ডাঃ খালেদ হোসেন,মোহাম্মদ ফেরদৌস,হাইলধর গাভী পালন সি আই জি সমিতির সভাপতি সাংবাদিক এনামুল হক নাবিদ, উপজেলা অফিস সহকারি মোহাম্মদ ইয়াছীন,এনএটিপির ইউনিয়ন সীল মোহাম্মদ মহিউদ্দীন। এই সময় উপস্থিত খামারীদের উদ্দেশ্যে ডাঃ দেলোয়ার বলেন, গবাদি পশু পালন করতে আপনারা আরো সচেতন হোন।নিয়মিত প্রাণিসম্পদ বিভাগের সাথে যোগাযোগ রাখেন। সরকারি সার্বিকভাবে সহযোগিতা আমরা আপনাদের মাঝে নিরলসভাবে দিয়ে যাব। কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা প্রাণিসম্পদ বিভাগ কে আন্তরিক ধন্যবাদ জানান সিআইজির সদস্যরা।



ফেইসবুকে আমরা