বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আগামী ২৪ এপ্রিল সংসদের দ্বিতীয় অধিবেশন

  প্রকাশ : ২০১৯-০৪-০৩ ১৮:৩৮:৩৩  

পরিস্হিতি২৪ডটকম : চলমান একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে ২৪ এপ্রিল। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন বসবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ এক আদেশের মাধ্যমে এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। সংসদ শুরুর দিন এ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু হয়েছিল। ২৬ কার্যদিবস চলার পর ১১ মার্চ অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে পাঁচটি বিল পাস হয়।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।



ফেইসবুকে আমরা