বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আগামী শুক্রবার চট্টগ্রামে ইতিহাস বিষয়ক আন্তর্জাতিক আলোচনাচক্র

  প্রকাশ : ২০১৯-০১-০৯ ২০:৫৯:০০  

পরিস্হিতি২৪ডটকম : ঐতিহাসিক চৌধুরী শ্রীপূর্নচন্দ্র দেববর্ম্মা তত্ত্বনিধি রচিত “চট্টগ্রামের ইতিহাস” গ্রন্থ প্রকাশের শতবছর পুর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও শ্রীপূর্ণচন্দ্র দেববর্ম্মা তত্ত্বনিধি স্মৃতি সংসদের আয়োজনে ১১ জানুয়ারী শুক্রবার বিকেল ৫টায় নগরীর মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ইতিহাস বিষয়ক আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্টিত হবে। আলোচনাচক্রে সারস্বত অতিথিরুপে যোগদান করে এর উদ্ভোধন করবেন ভারতবর্ষের প্রখ্যাত ইতিহাসবিদ, প্রতœতত্ত্ববিদ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের অধ্যাপক ড. আশিস কুমার বৈদ্য। এই আলোচনাচক্রে যাঁদের জীবন কর্মের কথায় আলোচ্য বিষয় তাঁরা হলেন- খান বাহাদুর হামিদ উল্লাহ খাঁ (১৮০৯-১৮৮০), স্যার আশুতোষ চৌধুরী ( ১৮৮৮-১৯৫৪); বিপ্লবী মাস্টারদা সূর্যসেন (১৮৯৪-১৯৩৪), ড. রমেশচন্দ্র মজুমদার (১৮৮৮-১৯৮০); আবদুল করিম সাহিত্যবিশারদ (১৮৭১-১৯৫৩); নলিনীকান্ত ভট্টাশালী (১৮৮৮-১৯৪৭) ; চৌধুরী শ্রীপূর্নচন্দ্র দেববর্ম্মা তত্ত্বনিধি (১৮৬৭-১৯৪৫)। ইতিহাসের প্রাচীনত্ব ও ঐতিহাসিক বিষয় সমূহ উল্লেখিত ঐতিহাসিকগণ গ্রন্থ রচনার মাধ্যমে বাংলার ইতিহাসকে বিশ্বব্যাপী তুলে ধরেছেন। বর্তমান প্রজন্মকে ইতিহাস বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষে এই আয়োজন। আয়োজিত অনুষ্ঠানে আগ্রহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা