বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আগামী শনিবার কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও স্বাধীনতার স্মৃতিসৌধ নির্মাণকল্পে মতবিনিময় সভা

  প্রকাশ : ২০২০-০৮-২৫ ১৪:৩৮:২৩  

পরিস্হিতি২৪ডটকম : স্বাধীন বাংলাদেশের ঠিকানা কালুরঘাট বেতার কেন্দ্র, যেখান থেকে বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতা ঘোষণা করা হয়, কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে বঙ্গবন্ধু ভাস্কর্য ও স্বাধীনতার স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য ১৯৯৬ সালে চট্টল ইয়ুথ কয়ারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানালে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ০৫/১০/১৯৯৬ সালে পত্র নং-১২.৩৯.০.০.১.২.৯৬/৫৩১ স্মারক মোতাবেক আবেদনপত্রসহ সংশ্লিষ্ট ডকুমেন্ট তথ্য মন্ত্রণালয়ে, তথ্য সচিবের কাছে পাঠানো হয়। এ বিষয়ে গৃহীত পদক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করার কথা চিঠিতে উল্লেখ করা হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে প্রত্যেক বিভাগ/জেলা শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য দাবি জানিয়ে ২০১০ সালে মার্চের প্রথম দিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চট্টল ইয়ুথ কয়ারের পক্ষ থেকে দাবি জানালে প্রধানমন্ত্রীর দপ্তর হতে স্মারক নং-২১.৬০.০১.০০.০০.০৪.২০০৯ (অংশ) ও সংশ্লিষ্ট নথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। তারপর থেকে আমাদের আবেদনের পরিপ্রেেক্ষিতে মহোদয়ের অনুমতি নিয়ে কার্যক্রম শুরু করে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে, আমাদের আবেদনের উপর উপরোক্ত দুটি প্রকল্প বাংলাদেশের প্রত্যেক স্থানে বাস্তবায়ন হলেও চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নিতে আগামী শনিবার ২৯ আগস্ট বিকাল ৩টায় প্রধানকেন্দ্র চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এক মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে অরুণ চন্দ্র বণিক আহ্বান জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা