পরিস্হিতি২৪ডটকম : জুয়ার আসর বন্ধ করতে চট্টগ্রামের তিনটি বড় ক্লাবে অভিযান চালাচ্ছে র্যাব। শনিবার সন্ধ্যা ৭টার দিকে একযোগে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্লাবে অভিযান শুরু হয়।
ক্লাবগুলো যথাক্রমে নগরীর সদরঘাট, হালিশহর ও আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত।
র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, তিনটি ক্লাবে একইসাথে অভিযান শুরু হয়েছে। মোহামেডান ও মুক্তিযোদ্ধায় কিছু জুয়ার সামগ্রী পাওয়া গেছে। তবে কাউকে পাওয়া যায়নি। এছাড়া আবাহনী ক্লাব এখনও ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে র্যাব ভেতরে প্রবেশ করবে।
All right reserved poristhiti24.com 2018.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।